Monday, September 14, 2015

উইন্ডোজ ৭-এর সাথে উইন্ডোজ ৮ ব্যবহার করুন

কিছুদিন আগে বাজারে এসেছে Windows 8. ইতোমধ্যে আমরা অনেকেই হয়তো Windows 8 ব্যবহার করা শুরু করে দিয়েছি।তারপরও Windows 7 ব্যবহার করার প্রয়োজন হয়।তখন  Windows 8 ফেলে দিয়ে আবার Windows 7 ইনস্টল দিতে হয়।তাই, এই ধরনের সমস্যা থেকে বাঁচতে আপনি উইন্ডোজ ৭এর ড্রাইভকে স্রিঙ্ক (Shrink) করে তার উপর উইন্ডোজ ৮ ইন্সটল করতে পারেন অর্থাৎ আরেকটি পার্টিশন বাড়িয়ে উইন্ডোজ ৮ ইন্সটল করা। এতে আপনার উইন্ডোজ ৭ যেমন অক্ষত থাকবে ঠিক তেমনি উইন্ডোজ ৮ ও নিশ্চিন্তে ব্যাবহার করতে পারবেন।

যা যা প্রয়োজনঃ
*১GHz প্রসেসর
*১জিবি র‌্যাম
*২০জিবি হার্ডডিস্ক।
প্রথম ধাপঃ Windows 8 এর জন্য নতুন ভলিউম/ড্রাইভ তৈরি করা
Start menu>right-click Computer> Manage> Disk Management
কয়েক সেকেন্ডের মধ্যে নিচের চিত্রের মত একটি উইন্ডো হাজির হবে।

এরপর Right Click Hard Disk>Shrink Volume

কিছুক্ষণের মধ্যে নিচের চিত্রের মত Shrink Volume একটি উইন্ডো হাজির হবে। এখানে Enter the amount of space to shrink in MB এর পরিমাণ ২০৪৮০MB বা ২০GB এর বেশি হতে হবে।
এরপর shrink এ ক্লিক করুন। এখন দেখুন একটি ড্রাইভ unallocated দেখাচ্ছে।
unallocated এর উপর Right Click >New Simple Volume>next>next
এরপর নিচের চিত্রের মত আসবে।
এখানে New Volume পরিবর্তন করে Windows 8 দিতে পারেন। এরপর next>Finish এ ক্লিক করে ফরম্যাট করুন।ব্যস হয়ে গেল Windows 8 সেটআপ দেওয়ার জন্য নতুন ড্রাইভ।
দ্বিতীয় ধাপঃ
এবার কম্পিউটারে Windows 8 এর DVD প্রবেশ করান এবং Computer Restart দিন। এরপর DVD বুট করান এবং  নতুন Windows 8 ড্রাইভে Windows 8 ইনস্টল দিন।  
                                        
কিবোর্ডের যেকোন কী চাপুন।
Language এর পর “Install Now” ক্লিক করুন।
                                        
প্রোডাক্ট কী দিয়ে Next চাপুন। 
“Custom” চাপুন।
                                      
আপনার নতুন পার্টিশন করা ড্রাইভটিকে (Windows 8 ) সিলেক্ট করুন। তারপর, NEXT করে বাকি প্রসেসগুলো সম্পূর্ণ করুন।
                                     
ব্যাস হয়ে গেল, আপনি ইচ্ছে করলে উইন্ডোজ ৮ অথবা, উইন্ডোজ ৭ যেকোন একটিকে ডিফল্ট অপারেটিং সিস্টেম করতে পারবেন।
ইনস্টলেশন শেষ হলে কম্পিউটার রিস্টার্ট নিবে এবং নিচের চিত্র দেখতে পাবেন।
                        

No comments:

Post a Comment