Showing posts with label Wifi. Show all posts
Showing posts with label Wifi. Show all posts

Monday, September 14, 2015

তারহীন নেটওয়ার্ক; ওয়াই ফাই

☀ তারহীন নেটওয়ার্ক; ওয়াই ফাই ⌡⌡
ওয়াই ফাই হল ওয়াই ফাই এলায়েন্সেরবাণিজ্য-চিহ্ন বা ট্রেডমার্ক ।

আই ই ই ই ৮০২.১১ আদর্শের তারহীন স্থানীয় এলাকা নেটওয়ার্ক বা অয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (ডব্লিউ এল এ এন) ডিভাইস ব্র্যান্ড করার জন্য উৎপাদনকারীরা এই বাণিজ্য-চিহ্ন ব্যবহার করে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহৃত ডব্লিউ এল এ এন ক্লাশ হল আই ই ই ই ৮০২.১১। ওয়াই ফাই শব্দটি প্রায়ই আই ই ই ই ৮০২.১১ এর প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়।
ওয়াই ফাই এলায়েন্স হল একটি বিশ্বব্যপী প্রতিষ্ঠানের দল যা ডব্লিউ এল এ এন প্রযুক্তি বিস্তার করে এবং ইন্টেরোপেরাবিলি টির আদর্শ সমন্বিত ডিভাইসকে প্রত্যয়ন করে। ইন্টেরোপেরাবিলি টি হল তথ্য বিনিময়ও ব্যবহার করার ক্ষমতা। অনেক সময় খরচ কমানোর জন্য সকল ৮০২.১১-উপযোগী ডিভাইস ওয়াই ফাই এলায়েন্স প্রত্যয়নের জন্য দেয়া হয় না। কোনডিভাইসে ওয়াই ফাই লগো না থাকে মানে এই না যে ডিভাইসটি ওয়াই ফাই সমর্থন করে না।
সাধারণত সকল ল্যাপ্টপ, পেরিফেরাল ডিভাইস, প্রিন্টার, স্মার্ট ফোন, এম পি থ্রী প্লেয়ার, ভিডিও গেম কনসোল এবং ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহার করা যায়।
☀ওয়াইফাই এর ব্যবহারঃ
→ ছাদে স্থাপিত ওয়াই ফাই এন্টেনা থেকেঃ
ইন্টারনেটে সংযুক্ত নেটওয়ার্কের সীমানার মধ্যে থাকলে একটি ওয়াই ফাইডিভাইস যেমন ব্যক্তিগত কম্পিউটার, ভিডিও গেম কনসোল, মোবাইল ফোন, এম পি থ্রী প্লেয়ার বা পিডিএ সহজেই ইন্টেরনেটে সংযুক্ত হতে পারে। পরস্পর সংযুক্ত ইন্টারনেটে প্রবেশ বিন্দু বা এক্সেস পয়েন্টগুলোকে"হটস্পট" বলে। একটি হটস্পট কয়েকটি কক্ষ নিয়ে হতে পারে বা কয়েক মাইল বিস্তৃত হতে পারে। বিস্তৃত এলাকায় এর লভ্যতা নির্ভর করে প্রবেশ বিন্দুগুলোর উপর যাদের সীমা পরস্পরকে অতিক্রম করে। ওয়াই ফাই প্রযুক্তি তারহীন মেশ নেটওয়ার্কে ব্যবহৃত হয়। লন্ডনে এরুপ নেটওয়ার্ক আছে।
বাসা ও অফিসের সাথে সাথে ওয়াই ফাই বিভিন্ন হটস্পটে সাধারণ জনগনকে ইন্টারনেটে প্রবেশ করতে দিতে পারে।
এই প্রবেশ বিনামূল্যে হতে পারে বা কোন বাণিজ্যিক সুবিধার কারণে হতে পারে। যেমন অনেক সপিং মল তাদের ক্রেতাদের বিনামূল্যে ওয়াই ফাই সুবিধা দিয়ে থাকে। এটা ক্রেতাদের আকৃষ্ট করার জন্য করা হয়ে থাকে। ২০০৮ সালে ৩০০ এর বেশি মেট্রোপলিটন-বিস ্তৃত ওয়াই ফাই (মিউনি ওয়াই ফাই) প্রকল্প চালু হয়েছে। ২০১০ সালের ভিতর চেক প্রজাতন্ত্রে ১১৫০ টি ওয়াই ফাই ভিত্তিক ইন্টারনেট সুবিধা প্রদানকারী বা আই এস পি গড়ে উঠেছে।
→ শহর-বিস্তৃত ওয়াই ফাই নেটওয়ার্কঃ
২০০০ সালের গোড়ার দিকে অনেক শহর শহর-বিস্তৃত ওয়াই ফাই নেটওয়ার্ক তৈরীর নকশা করলেও অধিকাংশই ব্যর্থ হয়ে যায়। খুব কম শহর সাফল্য লাভ করে। যেমন ২০০৫ সালে ক্যালিফোর্নিয়া র সানভ্যালি ইউ এস এর মধ্যে প্রথম শহর-বিস্তৃত বিনামূল্যে ওয়াই ফাই সুবিধা দিতে সমর্থ হয়। ২০১০ সালের মে মাসে লন্ডনের মেয়র বরিস জনসন ২০১২ সালেরমধ্যে লন্ডন-বিস্তৃত ওয়াই ফাই প্রদানের প্রতিজ্ঞা করেন। তবে ইতোমধ্যে লন্ডন ও ইলিংটন শহরে বর্ধিত বাইরের ওয়াই ফাই সুবিধা আছে।
→ প্রাঙ্গন-বিস্তৃ ত ওয়াই ফাই নেটওয়ার্কঃ
১৯৯৪ সালে যখন ওয়াই ফাই ব্রান্ডিং শুরু হয় নি তখন কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় তাদের পিটসবার্গ প্রাঙ্গনে তারহীন ইন্টারনেট নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে। অধিকাংশশিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গন ওয়াই ফাই সুবিধা দিয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে র ছাত্র-শিক্ষক কেন্দ্র বা টি এস সি তে বিনামূল্যে ওয়াই ফাই সুবিধা দেয়া হয়।

পিসির নেট ওয়াইফাই দিয়ে ব্যবহার করুন আপনার ফোন এ (m Hotspot দিয়ে )

বন্ধুরা আজকে দেখাবো কিভাবে পিসি এর নেট আপনার mobile ডিভাইস এ ব্যবহার করবেন। এটার সবচেয়ে ভালো দিক হল আপনার রুট আন রুট সব ডিভাইস এ নেট ব্যবহার করতে পারবেন।


যা যা লাগবে
  1. একটি পিসি
  2. পিসি তে ইন্টারনেট সংযোগ
  3. Mhotspot Software – ডাউনলোড করুন
www.mhotspot.com 



চলুন সফটওয়্যার টির স্ক্রীন শট দেখে নেওয়া যাক
উইন্ডোজ ৭ বা ৮ ( উল্লেখ্য এক্সপি তে এই সফটওয়্যার টা সাপোর্ট করে না।)


করার আগে কিছু কথা জেনে নিন । কিভাবে কি করবেন :
প্রথমে সফটওয়্যার টা ডাউনলোড করে ইন্সটল করে নেন।
আপনি যদি ডেক্সটপ পিসি ব্যবহার করেন তাহলে আপনার ওয়াইফাই ডিভাইস কিনতে হবে। থাকলে তো হয়েছে আর না থাকলে কিনবেন দাম বেশি না ৮০০-১০০ টাকার মধ্যে পাবেন। 
আপনি যদি ল্যাপটপ ব্যাবহার করেন তাহলে আপনার তো ভাই মজাই মজা। আপনার কোনও টাকা খরচ করতে হবে না।কারন এখন কার প্রায় ল্যাপটপ এ Buil-In ওয়াইফাই ডিভাইস থাকে।
  • তারপরে সফটওয়্যার টা ওপেন করুন। এরপর ৩ টা অপশন দেখবেন
    • Hotspot Name- এখানে আপনার ইচ্ছামত নাম দিবেন।
    • Password- ওয়াইফাই কে সিকিউরিটি দেয়ার জন্য পাস ওয়ার্ড।
    • share for – আপনার পিসি এর নেট কে দেখিয়ে দিবেন।
    • Max Client- আপনি কয়টা ডিভাইস এ নেট শেয়ার করবেন তা।
সবকিছু পূরণ করে স্টার্ট হটস্পট এ ক্লিক করুন। আর নিজের ওয়াইফাই এর মজা নেন।
বি.দ্র.- অনেক অ্যান্টিভাইরাস এর Firewall নেট কানেক্ট করতে দেয় না। এরকম সমস্যা হলে Firewall অফ করে নিবেন।

পিসি থেকে ইন্টারনেট শেয়ার WiFi এর মাধ্যমে Connectify Hotspot PRO 7.1 দিয়ে 100% Working

আজকে আমি আপনাদেরকে পিসি থেকে ইন্টারনেট শেয়ার করা শিখাবো,আপনাদের আজকে এমন একটি সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি, যা দিয়ে খুব সহজেই আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ কে ওয়াইফাই হট স্পট এ পরিনত করতে পারবেন। আসুন দেখি কি দরকার আমার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কে হট স্পট এ পরিনত করার জন্য ।  মনে রাখবেন,ওয়াইফাই হট স্পট বানাতে আপনার নিচের হার্ডওয়্যার গুলো থাকতে হবে ।
  1. ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার।ডেস্কটপ হলে, একটি ওয়াইফাই কার্ড (PCI অথবা USB ডংগল), আর ল্যাপটপ হলে ল্যাপটপ এর ওয়াইফাই কার্ড। ওয়াইফাই কার্ড এর আপডেট ড্রাইভার।
  2. Connectify সফটওয়্যার টি।
  3. একটি ইন্টারনেট কানেকশন।



যদি ডেস্কটপ হয়ঃ
আপনি যদি আপনার ডেস্কটপ দিয়ে ওয়াইফাই হট স্পট বানাতে চান, তবে, প্রথমেই আপনার ডেস্কটপ এ আপনার ওয়াইফাই কার্ড টিকে ইন্সটল করেনিন (ড্রাইভার সহ)।

যদি ল্যাপটপ এ হয়ঃ
আপনি যদি আপনার ল্যাপটপ দিয়ে ওয়াইফাই হট স্পট বানাতে চান, তবে, প্রথমেই আপনার ল্যাপটপ এ আপনার ওয়াইফাই কার্ড টিকে এনাবল করে নিন (প্রয়োজনে আপডেট ড্রাইভার ইন্সটল করে নিন)। 
driver টি download করে নিন এখান থেকে। তারপর win rar দিয়ে extract করে setup দিয়ে দিন।

এখন Connectify Hotspot PRO 7.1  software টি Download করতে এখানে ক্লিক করুন, 
এবার ইন্সটল করে নিন আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ এ।
+----------------+
| How to use |
+----------------+
  1. Install Setup
  2. when finish install , close it , if ask for reboot cancel it , don't run it.
  3. Exit Connectify from taskbar
  4. Copy files from cracked folder into "Ctongue.gifrogram FilesConnectify" or "Ctongue.gifrogram Files (x86)Connectify"
  5. Restart your computer.
  6. 6.Cancel Updates.

যখন আপনি software টি open করবেন তখন লগিন করতে বলতে পারে , তখন আপনি Usa as Lite version  এ যাবেন , ভয় পাবার কোনও কারন নাই কারন যখন সফটওয়্যার টি আবার ও ওপেন করবেন তখন দেখবেন এটি PRO version এ আছে ।

এবার software টি open করুন।সফটওয়্যার টি open হবার পরে নিচের ছবির মতন একটি ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। আসুন পরিচিত হয়ে নেই এই ইন্টারফেস এর বিভিন্ন অংশের সাথে; 


সেটিংস্‌ ট্যাব এ প্রথমেই আছে, Hotspot Name এবং Password । এখানে আমি নাম দিয়েছি, “Connectify-test”. আর Password হচ্ছে, আপনি যেই কী টা দিতে চান আপনার নেটওয়ার্ক সিকিউরিটির জন্য তা দিয়ে দিন।


এর পরে আসছে; Internet to Share, তার মানে, এখানে আপনি ঠিক যেই ইন্টারনেট কানেকশন টি শেয়ার করতে চাচ্ছেন, তা সিলেক্ট করে দিন। আমার ল্যাপটপ এ Broadcom NetXtreme 57XX নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন এসেছে, আর আমি চাচ্ছি যে, এই ইন্টারনেট টিকে আমি আমার হট স্পট এ শেয়ার করব; তাই আমি Internet to Share এ আমার Broadcom NetXtreme 57XX নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড টিকে সিলেক্ট করে দিয়েছি।
হাঁ আপনারা হয়ত wiMAX বা অন্য কোন CONNECTION ব্যাবহার করে থাকতে পারেন, সে ক্ষেত্রে আপনারা internet to share এ wiMAX বা
এ জাতিয় অন্য কিছু আসলে অটাকে সিলেক্ট করে দিবেন।
এবার “Start Hotspot” বাটন টিতে ক্লিক করে দিন।

এবার দেখুন সফটওয়্যার টির উপর দিকে একটি সবুজ রঙ এর চিহ্ন দেখাচ্ছে তার মানে হল আপনার ওয়াইফাই হট স্পট ঠিক মতন চলছে।


ব্যাস হয়ে গেল আপনার নিজের জন্য একটি ওয়াইফাই হট স্পট।
আর Clients ট্যাব টিতে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন, কোন কোন ডিভাইস আপনার হট স্পট এ সংযুক্ত আছে এবং কোন কোন ডিভাইস আপনার হট স্পট এ সংযুক্ত ছিল।


এবার আপনার ক্লাইণ্ট ডিভাইস, মানে যেই ডিভাইস টিতে এই ওয়াইফাই হট স্পট টি ব্যবহার করে ইন্টারনেট পেতে চাচ্ছেন, তা দিয়ে স্ক্যান করে দেখুন, Connectify-test নামের নেটওয়ার্ক টি পাচ্ছেন কি না, পেলে প্রথম ধাপে ব্যবহার করা password টি দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে থাকুন।

ডেস্কটপ / ল্যাপটপে সহজে বানিয়ে ফেলুন একটি ওয়াই-ফাই জোন MyPublicWiFi দিয়ে ( ১০০% পরীক্ষিত+স্ক্রীন শর্ট )

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডেস্কটপে বা ল্যাপটপে খুব সহজে ওয়াই-ফাই জোন বানানো যায়।এর আগেও এই বিষয়ে অনেক পোষ্ট করেছি । কথা না বাড়িয়ে সরাসরি মূল অংশে চলে যাই......

শর্তঃ-

১।যদি আপনার ডেস্কটপ হয়,তাহলে প্রথমে ওয়াই-ফাই কার্ড এবং ড্রাইভার সহ ইন্সটল দিন।ইন্সটল শেষ হলে চোখ বন্ধ করে রি-স্টার্ট দিন।
২।যদি আপনার ল্যাপটপ হয়,তাহলে যাচাই করে নিন ওয়াই-ফাই এনাবল কি না। বর্তমানে যেসব ল্যাপটপ বাজারে আসচ্ছে সব গুলোতে ওয়াই-ফাই আছে।

ধাপ সমূহঃ-

১। প্রথমে MyPublicWiFi (1.06 mb)  নামের এই ছোট্ট সফটওয়ারটি ডাঊনলোড দিন। [ এখান থেকে ]
২। তারপর সফটওয়ার টির উপর ডাবল ক্লিক মারুন এবং নেক্সট করতে থাকেন,আবশেষে ইন্সটল শেষ হয়ে গেলে Finish এ ক্লিক করুন।


৩।আপনার ডেস্কটপ/ল্যাপটপের ওয়াই-ফাই কানেকশনটি চালু করুন।
৪। এবার সফটওয়ার টি রান করুন। Network Name বক্সটিতে যেই নামটি দিবেন,সেই নামটি হবে ওয়াই-ফাই জোনের নাম।এখানে আপনি ইচ্ছা মত নাম ব্যাবহার করতে পারবেন।যেমন আমি দিয়েছি Acer-Wifi
৫। Network Key বক্সে আপনি ওয়াই-ফাই পাসওয়ার্ড সেট করতে পারবেন।যদি ফাঁকা রাখেন তাহলে ক্লায়েন্টের কাছে কোন পাসওয়ার্ড চাইবেনা।
৬। Enable Internet sharing ঘরে টিক দিন এবং আপনি কোন ইন্টারনেট কানেকশনটি শেয়ার করতে চান তা সিলেক্ট করুন।
৭। এবার নিচে অবস্থিত Start Hotspot এ ক্লিক করুন।দেখবেন কয়েক সেকেন্ডে আপনার ডেস্কটপ/ল্যাপটপ ওয়াই-ফাই জোনে পরিনত হয়েছে।
৮। সর্বশেষে একটি ওয়াই-ফাই এনাবল মোবাইল বা ল্যাপটপে যাচাই করে দেখবেন,আপনার ওয়াই-ফাই জোনটি প্রদর্শিত হবে।