Tuesday, September 23, 2014

C প্রোগ্রামিং - 9 অধ্যায়–STring স্ট্রিং 4

কিছু প্রোগ্রাম example হিসেবে দেওয়া হল :

EXAmple 1:

stacat function এর মাধ্যমে ২টা string কে এক সাথে জোড়া লাগান যায় এবং stalen function এর মাধ্যমে length পরিমাপ করা যায় .

 

#include<stdio.h>
#include<string.h>
int main()
{
char a[50]="BANGLA";
char b[50]="desh";

strcat(a,b);
printf("%s and length is %d\n",a,strlen(a));
return 0;


}


Screenshot_6



 


EXAmple  2 : এই problem টা তে তুমি কোন word টা কে reverse করতে চাও তা বলে দিলে, program টি reverse করে দেখবে ।


#include<stdio.h>
int main()
{
char str[30]="bangla",str_new[30];
int i,j;
for(i=5,j=0;i>=0;i--)
{
str_new[j]=str[i];
j++;
}
str_new[j]='\0';
printf("%s",str_new);
printf("\n");

}


 


EXAmple  3 :  strcpy function টা এক variableএর মান কে  অন্য variable এ কপি করতে পারবে 


#include<stdio.h>
#include<string.h>
int main()
{
char a[50]="abcdef";
char b[50];

strcpy(b,a);
printf("%s\n",a);

printf("%s\n",b);

return 0;


}


 


Screenshot_7


 


EXample  3:


#include<stdio.h>
#include<string.h>

int main()
{
char name[3][10];
int i;
for(i=0;i<3;i++)
{
scanf("%s",name[i]);
}

for(i=0;i<3;i++)
{
printf("%s\n",name[i]);
}

}

এখানে আমরা তিনটা ক্যারেক্টার এর ARRAY (2D array) রাখছি , যেখানে  প্রত্যেকটা character এর length হচ্ছে ১০.

 


 


Screenshot_9

1 comment: