বহু প্রোগ্রামারকে তার কাজের সময় জিজ্ঞাসা করে জানা গেছে, তারা হয় ভোর চারটা পর্যন্ত কাজ করে ঘুমাতে যান, না হয় ভোর চারটায় উঠে কাজ শুরু করেন। কিন্তু রাতে কাজ করার বিশেষত্ত্ব কী? কেন তারা এত রাত জেগে কাজ করেন, সে বিষয়টিই উঠে এসেছে বিজনেস ইনসাইডারের লেখায়।
দীর্ঘক্ষণ মনোযোগ দেয়ার সুযোগ
কম্পিউটার প্রোগ্রামার পল গ্রাহাম এ বিষয়ে লিখেছেন, প্রোগ্রামারদের অনেকক্ষণ ধরে একমনে কাজ করতে হয়। এ সময় কেউ সামান্য সময় বিরক্ত করলেও তা অনেক বেশি সময়ের কাজ নষ্ট করে। এটা অনেকটা দামি কাঁচ দিয়ে কিছু একটা সাজানোর মতো। যখন কেউ বিরক্ত করে তখন তা হাজার খণ্ডে বিভক্ত হয়ে যায়। এ কারণে কাজের সময় বিরক্ত করলে প্রোগ্রামাররা অনেক বেশি বিরক্তিবোধ করে।
পল জানান, এমন ধরনের মানসিক বিনিয়োগের ক্ষেত্রে তারা কমপক্ষে দুই ঘণ্টার নিরবচ্ছিন্ন সময় না পেলে কাজ শুরু করতে পারেন না। একটা সম্পূর্ণ মডেল মাথায় ধারণ করার আধঘণ্টার মধ্যে তার পুরোটা ভণ্ডুল করে ফেলা নিঃসন্দেহে অপচয়।
কয়েকজন প্রোগ্রামার জানিয়েছেন, তারা দিনে কাজ শুরু করতেই পারেন না। কারণ ক্রমাগত কাজে বাধা, অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ ও গুরুত্বপূর্ণ ই-মেইলের উত্তর দিতে গিয়ে প্রোগ্রামারের কাজ করা সম্ভব হয় না। এ কারণেই সবাই যখন ঘুমিয়ে থাকে তখন প্রোগ্রামাররা কাজ শুরু করে।
ঘুমন্ত মস্তিষ্ক
চিকিৎসাশাস্ত্র মতে প্রোগ্রামারদেরও রাতে ঘুমানো উচিত। কারণ প্রোগ্রামারদের অতিমানবীয় ক্ষমতা নেই। আর তারাও রাতের তুলনায় দিনে বেশি সতর্ক থাকতে সক্ষম। তাহলে কী কারণে মস্তিষ্ক যখন ঘুমাতে চায় তখন তারা শুরু করেন কাজ আর কাজ?
বলমার পিক নামে একটি গ্রাফের সাহায্যে বিষয়টির ব্যাখ্যা করা যায়। ক্লান্ত হয়ে গেলে অনেকগুলো বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায় মস্তিষ্কের। ফলে যে কোনো একটি বিষয়ে মনোনিবেশ করা যায়।
অনেকেরই ধারণা হতে পারে, অনেক এনার্জি নিয়ে দ্রুত কাজ শেষ করা যাবে। কিন্তু এ সময় নির্দিষ্ট কোনোদিকে মনযোগের বদলে অনেকগুলো দিকে মনোযোগ চলে যায়।এর বদলে, যখন কেউ সামান্য ক্লান্ত থাকে তখন অন্য বিষয়গুলোতে মনোযোগ কমে যায়। ফলে কোনো একটি বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করা সহজ হয়। এ সময় ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কথা অনেকের মনেই থাকেনা।
যখন আপনার মস্তিষ্ক সম্পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করে না তখন এটা কিছু একটা করার চেষ্টা করে। ফলে যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেটা করা সম্ভব হয়।
এ বিষয়টা অনেকটা সাধারণ। অন্ধকারাচ্ছন্ন পরিবেশে একটি উজ্জ্বল মনিটরের দিকে তাকিয়ে কাজ করায় শরীরের ঘুম চক্রে দেরি হয়। এ কারণে সাধারণত ভোর তিনটা পর্যন্ত ক্লান্তিবোধ হয় না। এর পরদিন আবার একই রুটিন ধরে কাজ শুরু করলে স্বভাবতই তাতে অভ্যস্ত হয়ে যায় শরীর।
এছাড়া আরেকটা বিষয় প্রোগ্রামাররা জানিয়েছেন, তা হচ্ছে কোনো সময়ের বাধ্যবাধকতা না থাকা। রাতে কাজ করায় অনেকেরই কাজ শেষ করার জন্য কোনো নির্দিষ্ট সময়সূচী থাকে না। ফলে এতে কিছুটা নিশ্চিন্তে কাজ করা যায়।
No comments:
Post a Comment