Monday, October 28, 2013

প্রোগ্রামিং শিখার কিছু অসাধারন ওয়েবসাইট

প্রোগ্রামিং শিখার ক্ষেতে সি প্রোগ্রামিং ১টি অনন্য প্রোগ্রামিং ল্যংগুএজ। আমাদের অনেকরই ইন্টারনেট এ পড়ার অভিজ্ঞতা আছে। আপনাদের জন্যই আজ নিয়ে  এলাম সি প্রোগ্রামিং শিখার কিছু অসাধারন লিংক । আশা করি আপনাদের কাজে লাগবে।


  1. http://www.learnconline.com/
  2. http://www.linuxtopia.org/
  3. http://www.happycodings.com/
  4. http://www.example-code.com/C/
  5. http://www.kodejava.org/
  6. http://www.sourcecodester.com/cpp
  7. http://www2.its.strath.ac.uk/courses/c/
  8. http://www.iu.hio.no/~mark/CTutorial/CTutorial.html
  9. http://www.mycplus.com/category/tutorials/c-programming-tutorials/
  10. http://www.codeproject.com/
  11. http://www.sourcecodesworld.com/?ai=2
  12. http://www.dreamincode.net/forums/forum/15-c-and-c/
  13. http://www.freecodemomma.com/links.php?cid=8
  14. http://www.cplusplus.com/
  15. http://code.google.com/edu/

বাংলায় কয়েকটি প্রোগ্রামিং টিউটোরিয়াল সাইট দিলাম। বিশেষ করে  cpbook.subeen.com সাইটটি নতুনদের জন্য,এমনকি স্কুলছাত্রদের জন্যও খুব ভালো হবে ।



প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য কিছু লিংক:

    http://projecteuler.net/ এখানে অনেক মজার সমস্যা আছে যেগুলোর বেশিরভাগই প্রোগ্রাম লিখে সমাধান করতে হয়। এখানে প্রোগ্রাম জমা দেওয়া লাগে না, কেবল প্রোগ্রাম দিয়ে বের করা উত্তরটা জমা দিতে হয়।


    http://www.spoj.pl/ এখানেও অনেক ভালো সমস্যা আছে। সমাধান করে প্রোগ্রাম জমা দিলে প্রোগ্রাম সঠিক হয়েছে কি না তা জানা যায়। এই ওয়েবসাইটের একটি বৈশিষ্ট্য হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, পার্ল, পাইথন, রুবি, পিএইচপি ইত্যাদি ব্যবহার করে প্রোগ্রাম লেখা যায়।


    http://uva.onlinejudge.org/ এই সাইটে নিয়মিত অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়াও অনুশীলনের জন্য প্রচুর সমস্যা দেওয়া আছে। নতুন প্রোগ্রামারদের জন্য এটি বেশ ভালো জায়গা।


    http://ace.delos.com/usacogate এটি যদিও আমেরিকার ইনফরমেটিক্স অলিম্পিয়াড ট্রেনিং প্রোগ্রাম, কিন্তু সাইটে যেকোনো দেশের প্রোগ্রামাররাই রেজিস্ট্রেশন করে অনুশীলন করতে পারে। তোমরা যারা প্রোগ্রামিং প্রতিযোগিতায় ভালো করতে চাও, তাদের অবশ্যই এখানে অনুশীলন করা উচিত।


    http://www.topcoder.com/tc এখানেও নিয়মিত অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে ভালো ফলাফল করলে আবার টাকাও দেয় (কী আনন্দ!)।

 এ ছাড়া এখানে অনেক ভালো টিউটোরিয়াল ও আর্টিকেল আছে। এটি অভিজ্ঞ প্রোগ্রামারদের জন্য বেশ ভালো একটি সাইট।

    http://codeforces.com এই সাইটে নিয়মিত বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কন্টেস্ট হয়। অভিজ্ঞ প্রোগ্রামারদের জন্য ভালো।


     http://www.codechef.com এটিও প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য একটি ভালো ওয়েবসাইট এবং অভিজ্ঞ প্রোগ্রামারদের জন্য।


    http://ioinformatics.org আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইট।


    http://cm.baylor.edu/welcome.icpc এসিএম আইসিপিসির অফিসিয়াল ওয়েবসাইট।










বাংলায় সি প্রোগ্রামিং শিখার চমৎকার একটি pdf বই। Tamim Shariar Subeen-(Esho Programming Shikhi)

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলায় C Programing শিক্ষার একটি খুব ভালো বই

আশা করি বইটি আপনাদের অনেক উপকারে আসবে। তাই আজ এ বইটি ডাউনলোড করে নিন


Book Name: Esho Programming Shikhi
Wriiter: Tamim Shariar Subeen
Size: ৩ MB
Page: 280
Language: Bangla
উনার সি এর উপর ব্লগ  ও আছে আপনি ইচ্ছা করলে visit করতে পারেন 



Saturday, October 26, 2013

প্রোগ্রামিং এর জন্য নিয়ে নিন codeblocks-12.11mingw নতুন ভার্সন

  • আপনারা অনেকেই হয়তো C এবং C+ প্রোগ্রামিং এর জন্য অনেক রকমের সফটওয়্যার ব্যবহার করে থাকেন আবার অনেকে codeblocks এর পুরাতন ভার্সন গুলো ব্যবহার করে আসছেন । কিন্তু এগুলোর সব ভার্সন Windows7 and Windows 8 এ ঠিক মত কাজ করে না 

এবং কাজ করলেও মাঝে মাঝে ঝামেলা করে । আমি এবং আমার বন্ধুরা codeblocks এর পুরাতন ভার্সন গুলো ব্যবহার করে মাঝে মধ্যে বিভিন্ন রকমের ঝামেলায় পড়েছি তাই কিছু দিন আগে আমি codeblocks এর ওয়েব সাইটে ভিজিট করে নতুন ভার্সন এর codeblocks-12.11mingw ডাউনলোড করে ব্যবহার করছি ।
Snap1
 তারপর থেকে আর আমার আর কোন ঝামেলায় পড়তে হয়নি । তাই নতুন ভার্সন এর codeblocks-12.11mingw শেয়ার করছি । যারা C এবং C+ প্রোগ্রামিং এর জন্য codeblocks-12.11mingw ব্যবহার করতে চান এবং যাদের কাছে এই নতুন ভার্সনের codeblocks নেই, তারা ইচ্ছে করলে এটি ব্যবহার করে দেখতে পারেন । এই সফটওয়্যারটি Windows XP, Vista, Windows 7 and Windows 8 এই সব অপারেটিং সিস্টেমে চলবে । সবচেয়ে মজার ব্যাপার হলো এই codeblocks টা একদম ফ্রি সফটওয়্যার ।
 তাই দেরী না করে C এবং C+ প্রোগামিং এর জন্য এই নতুন ভার্সনের codeblocks সফটওয়্যারটি এক্ষুনি ডাউনলোড করে নিন ।
 মেইন ওয়েব সাইট থেকে নিজের ইচ্ছামত যেকোন ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক দিন। সরাসরি নতুন ভার্সনটি(codeblocks-12.11)ডাউনলোড করতে এখানে ক্লিক দিন ।